মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

কিশোরগঞ্জ ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব-১৪

বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা এর প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার,


ছিনতাইসহ বিভিন্ন  অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন উত্তর চরকুন্তি চয়না এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদক-দ্রব্য বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল ২০ নভেম্বর ২০১৭ ইং তারিখে ০০.৩০ ঘটিকায় র‌্যাব-১৪,

সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোহাম্মদ খোরশেদ আলম এর নেতৃত্বে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ শহিদ মিয়া (৩৪), পিতা- মৃত জহুর আলী, সাং-উত্তর চরকুন্তি চয়না, থানা-কিশোরগঞ্জ,

জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার পূর্বক তার দেহ তল্লাশী করে ১০০ পিস মাদকদ্রব্য ইয়াবা এবং একটি মোবাইলসেট উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯(খ) ধারা মোতাবেক কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন