কুমিল্লা নগরীর সিডি প্যাথ অ্যান্ড হসপিটাল নামে একটি প্রাইভেট হাসপাতালের টয়লেট থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে আব্দুল সালাম (৪৫) নামে ব্যবসায়ীর মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে নিহত আব্দুল সালাম।
নিহতের স্ত্রী সোমা আক্তার জানান, গত মঙ্গলবার দুপুরে কুমিল্লা সিডি প্যাথ অ্যান্ড হসপিটালে ডাক্তার দেখাতে যান তার স্বামী আব্দুল সালাম। দুপুর সোয়া ২টার দিকে সর্বশেষ স্বামীর সঙ্গে তার মোবাইলে কথা হয়। তখন তার স্বামী তাকে জানিয়েছিলেন রিপোর্টের জন্য তিনি অপেক্ষা করছেন।
কিন্তু পরবর্তীতে বিকেল ৩টা থেকে তাকে আর মোবাইল ফোনে পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যায় হাসপাতালে গিয়ে স্বামীর খোঁজ করে কোনো সন্ধান না পেয়ে বুধবার সকালে এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এ বিষয়ে সিডি প্যাথ অ্যান্ড হাসপিটাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল থেকে হাসপাতালের ২য় তলার একটি টয়লেটের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে দুপুরের দিকে পুলিশকে খবর দেয়া হয়।
কুমিল্লা কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, হাসপাতালের টয়লেটে গিয়ে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ ভেতর থেকে টয়লেটের দরজা বন্ধ ছিল। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহটি প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন