মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

ঈশ্বরগঞ্জে শেখ হাসিনার ৭১তম জন্মদিন ও জনগনের ক্ষমতায়ন দিবস উযাপিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ হাসিনার ৭১তম জন্মদিন ও ‘জনগনের ক্ষমতায়ন’ উদযাপন করেছে উপজেলা যুবলীগ। দিবসটি উপলক্ষ্যে গতকাল বিকাল ৪টায় উপজেলা যুবলীগ এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে উপজেলা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি আব্দুছ ছাত্তার।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জুয়েল ও দেলোয়ার জাহান মামুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে দোয়া মাহফিল ও মিলাদ পরিচালনা করেন মাওলানা কতুব উদ্দিন আনছারী।

দোয়ায় অসুস্থ শেখ হাসনিার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদিপ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহববুর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন