বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী গতকাল ময়মনসিংহ পৌরসভার শহীদ শাহাব উদ্দিন মিলনায়তনে মতবিনিময় করেন।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মো: জহিরুল ইসলাম খোকা‘র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জননেতা এডভেকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল হক খান তুহিন, ময়মনসিংহ পৌরসভার জননন্দিত মেয়র মো: ইকরামুল হক টিটু।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের এক সাথে কাজ করতে হবে।
দলের কোথাও কোন ধরণের বিভেদ দেখা দিলে তা তাৎক্ষনিক মিটিয়ে ফেলতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার মতবিনিময় সভায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট কবির উদ্দিন ভুইয়া, আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা, এডভোকেট সাদেক খান মিল্কি টজু,
এডভোকেট ফরিদ আহমেদ, আলহাজ্ব আ.খ.ম শামসুল আলম তালুকদার, অধ্যক্ষ একেএম আব্দুর রফিক, কাজী আজাদ জাহান শামীম, আহাম্মদ আলী আকন্দ, শওকত জাহান মুকুল, এম এ কুদ্দুছ, অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, আ: হাই আকন্দ,
শাহ কুতুব চৌধুরী, ফিরোজ আহম্মেদ, কৃষিবৃদ ড, সামীউল আলম লিটন, মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ, ড. মো: সিরাজুল ইসলাম, এডভোকেট ইমদাদুল হক সেলিম, অধ্যক্ষ আতিকুর রহমান, দুলাল উদ্দিন ভুইয়া,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন