শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭

যে ১০ বড় তারকা এবার বিশ্বকাপ খেলতে পারবেন না

/>
বিশ্বকাপ নিশ্চিত করেছে অনেক মহাতরকাই।  বিপদের মুহুর্ত থেকে বেঁচে গেছে সময়ের সেরা মেসি এব রোনালদো। তবে মন কাঁদলেও এবার বিশ্বকাপ খেলতে পারবেন না ১০ বড় তারকা।
বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেইমার, সুয়ারেজ, এমবাপ্পে, ইসকোদের দল।  তবে সব তারকা কিন্তু এবার বিশ্বকাপে খেলবে না।  কিছু তারকাকে বিশ্বকাপ দেখতে হবে টিভির পর্দায় ।  দেখুন সেই তারকা কারা:
১. আবামেয়াং/>২. গ্যারেথ বেল />৩. এডিন জোকো/>৪. মার্কোস হামসিক />৫.জান ওবলাক />৬. রিয়াদ মাহরেজ/>৭.ক্রিশ্চিয়ান পালিসিক />৮. অ্যারিয়েন রোবেন/>৯. আলেক্সিজ সানচেজ />১০. অর্তো ভিদাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন